Thursday, October 6, 2022

মা গো...

 

মায়ের সদ্যসমাপ্ত শারদাগমন আর তারপর বিজয়া দশমীর দিন মায়ের ফিরে যাওয়া, কৈলাসে, নিজগৃহে, স্বামী সমীপেআনন্দেরই তো দিন, তবু চোখ ভেজে, আমাদের, এমনকি মায়েরও !  জয়া ছায়াছবির গানটা বড়ো মনে পড়েঃ নবমী নিশি রে, তোর দয়া নাই রে, / তোর দয়া নাই / এতো করে সাধিলাম, তবু হইলি ভোর...

 

ভেবে এটা, বড়ো ভালো লাগে, যে, শ্রাদ্ধ স্বস্ত্যয়ন, তর্পণ সবকিছুতেই শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণের জয়জয়কারভাবলে তার কারণটাও পাওয়া যায়; - জগতের প্রতিপালক তো শ্রী বিষ্ণুইতবু অনাদি, অনন্ত শ্রী মহাদেবের কাছে, প্রিয়জনের জন্য কিছু বলতে চাইলে তার মন্ত্র আছে, কিন্তু তারা মায়ের জন্য নেই ! অথচ অদর্শিত, অবর্ণিত, অনাস্বাদিত, অনাঘ্রাত... মোট সাতটা আছে; কিন্তু আমার, এই মুহূর্তে, চারটের বেশী মনে না এলেও; সেই আদি, শূন্য, পরমব্রহ্ম অর্থাৎ ওঁ থেকে প্রথমে স্ত্রী শক্তির উত্থান, আর তার পরে, সেই স্ত্রী শক্তি থেকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের আবির্ভাব

 

... তবুও, অ্যাতো কিছুর পরেও, তারা মায়ের জন্য মন্ত্র নেই !

 

 

# ১

Mother, you had me but I never had you I wanted you, You didn't want me

..............................

..............................

So I, I just got to tell you Goodbye goodbye Mama don't go Daddy come home...

`

         ~ (Mother, জন লেনন)

 

 

 # ২

 

Mother do you think they'll drop the bomb Mother do you think they'll like the song Mother do you think they'll try to break my balls Ooooh aah, Mother should I build a wall Mother should I run for president Mother should I trust the government Mother will they put me in the firing line...

 

             ~ (Mother, পিঙ্ক ফ্লয়েড)

 

 

 # ৩

 

Mama, she has taught me well
Told me when I was young
"Son, your life's an open book"
"Don't close it 'fore it's done"
"The brightest flame burns quickest"
That's what I heard her say
A son's heart's owed to mother
But I must find my way...

 

                 ~ (Mama Said, মেটালিকা)

 

 # ৪

 

মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি

আমরা হারবো না হারবো না,
তোমার মাটি একটি কণাও ছাড়বো না,
আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি

আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না,
আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না,
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি

মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি

 

আমরা আপমান সইবোনা
ভীরুর মত ঘরের কোণে রইবো না,
আমরা পমান সইবো না
ভীরুর মত ঘরের কোণে রইবো না,
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি

 

~ (গীতিকারঃ শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার, সুর কন্ঠঃ শ্রী হেমন্ত মুখোপাধ্যায়)

 

 # ৫

 

শ্মশানে জাগিছে শ্যামা
অন্তিমে সন্তানে নিতে কোলে
জননী শান্তিময়ী বসিয়া আছেন ওই
চিতার আগুণ ঢেকে স্নেহ আঁচলে


সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস
বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস
কি ভয় শ্মশানে, শান্তিতে যেখানে
ঘুমাবি জননীর চরণতলে


জ্বলিয়া মরিলি কে সংসার-জ্বালায়
তাহারে ডাকিছে মা, চলে আয়, চলে আয়


জীবনে শ্রান্ত ওরে,

ঘুম পাড়াইতে তোরে
কোলে তুলে নেয় মা মরণের ছলে

 

~ (গীতিকার সুরকারঃ কাজী নজরুল ইসলাম, কন্ঠঃ পন্ডিত শ্রী অজয় চক্রবর্তীএই গানটা অনেকেই গেয়েছেন, কিন্তু, আমি, এই গানটা বলতে, পন্ডিত শ্রী অজয় চক্রবর্তীকেই বুঝি, অন্য কারোর দিকে তাকাই পর্যন্ত না; প্রয়োজনই বোধ করি না।)

 

 

 

 

 

তবুও দূর্গাপূজো হবে; অর্থাৎ বালের কেত্তন চলতে থাকবে, কেউই মগজে আনবে না, যে, আজ, যে দূর্গাপূজো নিয়ে এতো (আমি তিনটে বানানই লিখি, এতো, এত এবং অ্যাতো, অর্থাৎ সুনীতি চাটু্য্যে প্রমুখদের মুখে মুতে দিয়ে থাকিশালা আবার বালের ODBL মারিয়েছেআমার মাতৃভাষা, আমি যেমন ইচ্ছা, তেমন বানান লিখবো; - ফোনেটিক বাংলা বা নন্ফোনেটিক বাংলা এবং তার জন্য, কেউ, কৈফিয়ত জাতীয় কিছু চাইতে এলে, টেনে, সপাটে, তার গাঁড়ে এক লাথ মারবো ভাষা এক বহতা নদী, ব্যাকরণ তার পাড়ে বসে ছিপ ফেলে মাছ ধরেব্যাকরণের অনেক, অনেক আগেই ভাষা এসেছে মানুষের কাছে এবং সব সংবিত্তির উদ্দেশ্য একটাই; - ছবিটা দেওয়া।) হইহল্লা, অ্যাতো র‍্যালি, পাড়ার ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া নিয়ে এত বিতর্ক... আমরা কি মনে রেখেছি আদৌ যে, খুবই গুরুতর কোনো যাক-যজ্ঞে মাতৃপূজা হয় না  ! কোন্শুয়োরের বাচ্চা এই নিদান দিয়ে গ্যালো? যে- দিক, আমি তাকে জানতে পারলে তার মা-মাসী করে ছাড়বো; মানে তার কথাই শুরু হবে মাদারচোদ দিয়ে

 

আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র মননে ধারণায় এটাই আমি লালন পালন করি যে, মনে রাখতে হবে প্রথমে মা, তারপর বাবা; তা সে যতই পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হী পরম তপঃ হোক না কেন; ওই প্রিমাইগ্রেভিদা (এটা স্প্যানিশ শব্দ (প্রিমিগ্রাভিদা), কিন্তু এর ইংরাজী উচ্চারণ সম্ভবতঃ এইরকমই) হওয়ার পর থেকে যতবার সে জননী হয়েছে, সাধারণ ক্ষেত্রে, ২৭০২৮০ দিনের গর্ভযন্ত্রণা আর, সর্বোপরি, প্রসব-যন্ত্রণা তাকে নিয়ে গিয়েছিলো, নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে সেই উচ্চতায়, যা প্রায় ঈশ্বরের অধিষ্ঠানের কাছাকাছি

 

 

অনিন্দ্য ঘোষ ©

ফটোকার্টসিঃ গুগল ইমেজেস

 

শুরুর ও শেষের বাংলা লেখাটুকু আমার; সেজন্যই © চিহ্ন; বাকী পাঁচটা গানের জন্য কাউকে কিছুই বলার প্রয়োজন নেই; সেল্ফ এক্সপ্ল্যানেট্রি বলতে যা বোঝায়; এক্স্যাক্টলি সেটাইএখানেও

 

ঋণঃ  ওপরে তো নাম ধরে ধরে, যেন মূল্য ধরে দেওয়ার মতো, কৃতজ্ঞতা স্বীকার করেইছিতাছাড়াও আমি সজ্ঞানে বা অজান্তেই একপ্রকার, আমার বাক্যের শুরু, মাঝখান বা শেষে, বহু গায়ক / গায়িকার গানের অংশ ব্যবহার করে ফেলি এখানেও যদি করে থাকি, তো, সেইসব গানের গীতিকার, সুরকার এবং গায়ক / গায়িকা সেইসব গানের অংশভুক সকলকে

 

No comments: