Tuesday, October 11, 2022

একটি বিশেষ অনুরোধ

 

যাঁরা এই ব্লগে এসে লেখা(?!)গুলো অনুগ্রহপূব্বর্ক পড়ছেন, তাঁদেরকে একটাই কথা বলার, দয়া করে বা কৃপাপূর্বক, আমার ফেসবুকের পেজে, একটিবার অন্ততঃ, যান, প্রথমতঃ দেখতে পাবেন যে সেটা লক্করা; দ্বিতীয়তঃ ভেঙে মোর ঘরের চাবিগাইতে গাইতে, তিনি, ফেসবুকে, আমার চেনাজন হয়ে ওঠার আগেই, মম প্রোফাইল সমীপে পৌঁছনো মাত্র, দেখতে পাবেন, লেখা আছে, যে, ‘... বাকী কথা পরে হবে

 

এবং এই ব্লগের নাম, ‘আসুন, কথা হোক’, অর্থাৎ, মানেটা, বোধহয়, এইরকম দাঁড়ায় যে, এই সেই জায়গা, যেখানে, আমি কথা বলতে চাইছিআমি নিজেকে চিনিই না, বিবিধ পরিস্থিতিতে নিজের কান্ড-কারখানা দেখে আমিই মাঝেমধ্যে চমকে উঠে ভাবিঃ আচ্ছা, আমি এরকম, আগে তো জানতাম না; - হ্যাঁ, কথা হলো গিয়ে, আমি, সততই, গোলমেলে

 

তবে এটা জানি, এবং নিশ্চিত জানি, যে, আমি ঠিক লাইক-বুভুক্ষু নই, আমি প্রকৃতকথনে (বা, লিখনে), কথোপকথনের জন্যই হেদিয়ে মরছি

 

আত্মোন্নতির জন্য, কোথাও তো গিয়ে দুহাত পেতে দাঁড়াতে হয়এইটুকু নাহলে আমি শিখবো কোথায় বলুন ! আমাকেও তো সারভাইভ করতে হবে, যাতে করে, আমার আত্মার স্যাপ্রাস ঘটে সেই চেষ্টাটুকু তো, আমায়, অন্ততঃ, জারি রাখতে হবে


অতএব, করজোড়ে মিনতি একটাই, কমেন্ট করুন; আমাকে আরো শেখার, জানার সুযোগ করে দিন

 


 

অনিন্দ্য ঘোষ ©

ফটোকার্টসিঃ গুগল ইমেজেস

 

রবীন্দ্রনাথের কাছে কোনো ঋণস্বীকার করলাম না; এক-একটা অ্যাঙ্গেল থেকে, এক-একটা মানুষের, সেইসব কিছু, যাকে, অনায়াসেই একপ্রকার, পিতৃঋণ বা তার ধারেকাছে গোছের কিছু, বলা যায়; যেমত, আমার কাছে, ফিকশনাল ওয়র্ক বাদে, তাঁর, ভূমা, প্রায় অসহনীয়, বা, তারই কাছাকাছি

No comments: