Sunday, January 1, 2023

র‍্যেজোলিউশন, ২০২৩

 

 

২০২৩। নতুন বছরের এই নাম। প্রত্যেক নববর্ষে (যা একবছরের বেশী টেঁকেই না, শিব্রাম ওপাইন করে গেছেন), র‍্যেজোলিউশন নেয় সাহেব-মেমরা।  ওদের নিতে হয়, কেননা, ওরা কাজ, এহেঃ, কি ভুলই না লিখছি; ওরা পাপ করে, আর সেজন্যই হান্ড্রেড ডেজ ইন্ডালজেন্স, ক্যাথলিকদের কথা বলছি। মাতা মেরী ওদের হয়ে প্রার্থনা করেন, আর সেইটাই ওদের ফাঁকতাল, ওরা সেসময় পরস্ত্রীগমন করে বা ওই জাতীয় কিছু, আনুষাঙ্গিক সমেত।

গীর্জায় তখন, নাহ, চোপ, আদালত চলছে নয়, চোপ, প্রার্থনা চলছে। করছেন খোদ মাতা মেরী।

 

এই যদি কেস হয়, তাইলে, ওরা র‍্যেজোলিউশন না নিয়ে, হেঃ হেঃ, যাবে কোথায় ! আমরা সেমি ওরিয়েন্টালরা ওতো পাপ টাপ করি না, বাবা। আমরা হুপে পড়লে কোনো কাজ করি, সেক্ষেত্রে, লিবিডো এবং লিবিডোর মাকে, একশো আটবার... আর নইলে ল্যাদ খাই।

 

তবু্ও ওদের ইমিট্যেট না করলে দিন গুজরান তো দূর কি বাত, এমনকি ভাত হজমও; আমরা ভালো করে হাগতে পাদতেও পারি না। ইসেবগুল খেতে হয়। অবশ্য ভাত না খেলে হাগবোই বা কি করে...

তাও সেদ্ধ চাল, বাঙালী যেকালে বেশী আতপ বা বাসমতী খেলে তো আবার পেট ছেড়ে দেওয়ার ভয়।

 

তাহলে ফর দ্য পীট'স সেক, জাষ্ট ফর হ্যাভিং আ গুড প্যুপিং অ্যান্ড ফার্টিং, আমাকেও একটা র‍্যেজোলিউশন নিতে হয়। নিয়েই নিই, তাহলে একটা, অ্যাঁ? -

 

এ বছরটা বেঁচে থাকার চেষ্টা করবো।

 

 

 

 

 

অনিন্দ্য ঘোষ ©

ফটোকার্টসিঃ গুগল ইমেজেস

 

ঋণঃ আমি সজ্ঞানে বা অজান্তেই একপ্রকার, আমার বাক্যের শুরু, মাঝখান বা শেষে, বহু গায়ক / গায়িকার গানের অংশ, অনেকসময় কবিতার কোনো অংশ, কারোর গদ্যের কোনো অংশ, নামকরণ ইত্যাদি প্রভৃতি ব্যবহার করে ফেলি এখানেও যদি করে থাকি, তো, সেইসব কবিদের, গদ্যকারদের আর গানের ক্ষেত্রে, গানের গীতিকার, সুরকার এবং গায়ক / গায়িকা ও সেইসব গানের অংশভুক সকলকে

 

No comments: