কি লিখবো? কিই বা বাকী আছে আমার, যা লেখার? আমি তো চোখ বুজে, কিছু লেখার কথা ভাবতে গেলে সাদা পাতা দেখতে পাই। সাদা - শাদা পাতা। অনন্ত জুড়ে আছে। অনেকটা ওই মরচুয়ারী র্যাপিং যেমন।
অনিন্দ্য ঘোষ ©
ছবি সৌজন্যঃ ইন্টারনেট (গুগুল ইমেজ)
ঋণঃ আমি সজ্ঞানে বা অজান্তেই একপ্রকার, আমার বাক্যের শুরু, মাঝখান বা শেষে, বহু গায়ক / গায়িকার গানের অংশ ব্যবহার করে ফেলি। এখানেও যদি করে থাকি, তো, সেইসব গানের গীতিকার, সুরকার এবং গায়ক / গায়িকা ও সেইসব গানের অংশভুক সকলকে।
No comments:
Post a Comment