...আসলে কেউ কেউ বোঝে, কেউ বা না যে, যে সময়টাতে রয়েছি, সেসময়ে থাকার কথা না। এখানে মানুষ নয়, শুধু আক্রমণোদ্যত শ্বাপদেরা থাকতে পারে, আর কুণ্ডুলী পাকিয়ে অন্যায্য পড়ে থাকে আক্রান্ত, যেন স্টুপর। তারপর সাফাই গাওয়া হয়, গোটা আক্রমণকে চাপবার, ঢাকবার জন্য। এটা খুব জোর মানুষের পেচ্ছাপখানা হতে পারে, কিন্তু, নাহ, বসতযোগ্য জায়গা না। অথচ এই পেচ্ছাপখানার দখল নিয়েই কতো না লড়াই !
মনে হয়, শ্মশান থেকে আগুন নিয়ে আসি, চিতাকাঠে ঢেকে যাক এই সময়, তার মালিকানা সমেত। অতঃপর আগুন।
সময়ের অগ্নিশুদ্ধি হোক, আমাদের পরবর্তী প্রজন্ম যেন, বেশী কিছু নয়, শুধুমাত্র মানুষের জীবন যাপন করতে পারে।
অনিন্দ্য ঘোষ ©
(ফেসবুকের পুরানো লেখা থেকে)
ছবি সৌজন্যঃ ইন্টারনেট (গুগুল ইমেজ)
ঋণঃ আমি সজ্ঞানে বা অজান্তেই একপ্রকার, আমার বাক্যের শুরু, মাঝখান বা শেষে, বহু গায়ক / গায়িকার গানের অংশ ব্যবহার করে ফেলি। এখানেও যদি করে থাকি, তো, সেইসব গানের গীতিকার, সুরকার এবং গায়ক / গায়িকা ও সেইসব গানের অংশভুক সকলকে।
No comments:
Post a Comment