এক একটা সন্ধ্যা বড়োই দুর্বোধ্য, মগজে বিঁধে যায়। যেন চোরকাঁটা । যেদিকে তাকাই, শুধুই ভালো লাগে না । নানা কিছু শুনি, দেখি, পড়ি; তবু মন লাগে না । ভরাট হয়ে যার বা যাদের থাকার কথা ছিলো, তাদের অনুপস্থিতির কথা মনে পড়ে । সেখানেও দাঁড়াই না । বুড়ো শোক থেকে ন্যায্য দূরে বসেও মন ভরে যায় অজস্র শূন্যতায় ।
অনিন্দ্য ঘোষ ©
(ফেসবুকের পুরানো লেখা থেকে)
ছবি সৌজন্যঃ ইন্টারনেট (গুগুল ইমেজ)
ঋণঃ আমি সজ্ঞানে বা অজান্তেই একপ্রকার, আমার বাক্যের শুরু, মাঝখান বা শেষে, বহু গায়ক / গায়িকার গানের অংশ ব্যবহার করে ফেলি। এখানেও যদি করে থাকি, তো, সেইসব গানের গীতিকার, সুরকার এবং গায়ক / গায়িকা ও সেইসব গানের অংশভুক সকলকে।
No comments:
Post a Comment