আরে কি মুশকিল, আমার সবকথার সঙ্গে তো আর আপনি সহমত নন; ফেসবুকে তো হরেকরকম মত পড়তে পাই; সেগুলো ওখানে না লিখে এখানে লিখুন; ব্লগের নামকরণেই সে অনুরোধ করে রাখা আছে।
কথা বলুন, খুন তো আর করছেন না, কারোর খাবারে টক, সরি, বিষ তো আর গুলছেন না; অ্যাতো মৌন কেন! অ্যাতো মৌন মানুষ তো পাগলপারা যৌনতার সময়েও থাকে না... অনেক স্বরধ্বনি থাকে সেখানে, এমনকি, খান কয়েক ওষ্ঠবর্ণও...
...আর এ তো এক বালের মামুলি ব্লগ মাত্র।
অনিন্দ্য ঘোষ
No comments:
Post a Comment