Wednesday, May 24, 2023

চুপচাপ বসে কেন, বল্‌ না কি হয়েছে...

 

 

আরে কি মুশকিল, আমার সবকথার সঙ্গে তো আর আপনি সহমত নন; ফেসবুকে তো হরেকরকম মত পড়তে পাই; সেগুলো ওখানে না লিখে এখানে লিখুন; ব্লগের নামকরণেই সে অনুরোধ করে রাখা আছে

 

কথা বলুন, খুন তো আর করছেন না, কারোর খাবারে টক, সরি, বিষ তো আর গুলছেন না; অ্যাতো মৌন কেন! অ্যাতো মৌন মানুষ তো পাগলপারা যৌনতার সময়েও থাকে না... অনেক স্বরধ্বনি থাকে সেখানে, এমনকি, খান কয়েক ওষ্ঠবর্ণও...

 

...আর তো এক বালের মামুলি ব্লগ মাত্র

 

অনিন্দ্য ঘোষ 


No comments: